২৭ মার্চ, ২০১৭ ১৭:৪১

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে শশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ সালেহা বেগম সদর হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।  

চিকিৎসাধীন অবস্থায়  ভুক্তভোগী সালেহা গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ৩ লাখ টাকা যৌতুক দাবীতে তার স্বামী গার্মেন্টস কর্মী লোকমান গায়ে কেরোসিন ঢেলে তাকে হত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে  গত রবিবার সকালে উপজেলার চর আবাবিল ইউনিয়নে।
ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে জানান  স্থানীয়রা। এঘটনায় এখনো পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলা হয়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন জানান, সালেহার বুক ও গলাসহ শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে, আশংকামুক্ত হলেও শাররীক ও মানসিক সমস্যায় ভুগছে বলে জানান  তিনি।
গৃহবধূ সালেহা একই গ্রামের আব্দুল খালেক মোল্লার মেয়ে।
প্রায় ১৪ বছর আগে সালেহার সঙ্গে চরআবাবিল গ্রামের লোকমানের বিয়ে হয়। সম্প্রতি আরো একটি বিয়ে করেন লোকমান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, সালেহার সাথে লোকমানের এক বছর পূর্বে ডিভোর্স হয়ে যায়। কিন্তু সালেহা কাবিনের টাকা না পেয়ে লোকমানের ঘরে গিয়ে নিজেই নিজের শরীরে আগুন দেয়। এতে সালেহার বুক ও গলা দগ্ধ হয়। এরপরও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর