২৭ মার্চ, ২০১৭ ১৮:৩০

ঝালকাঠিতে শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠির রাজাপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিদ্যালয়ের সামনের মাঠ ব্যবহারের অনুমতি দেয়াকে কেন্দ্র করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হাতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে স্কুলে তালা লাগিয়ে চার শতাধিক শিক্ষার্থী বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে  রাখে। তারা অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের বিচার দাবি করে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সড়ক অবরোধের খবর শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে অবরোধ তুলে দেওয়া হয়। স্কুলে গিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরো বলেন, প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর