২৭ মার্চ, ২০১৭ ১৮:৩৫

শিক্ষা সফরের গাড়িতে ডাকাতির ঘটনায় বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি:

শিক্ষা সফরের গাড়িতে ডাকাতির ঘটনায় বিক্ষোভ

মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের শিক্ষা সফরের গাড়িতে গণ ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে করেজের শিক্ষার্থীরা।

সোমবার সকালে পৌর ডিগ্রী কলেজের সামনের সকড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মানবন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী। এসময় সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছত্রলীগের সহ-সম্পাদক তহিবুল ইসলাম, পৌর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জিসান আহামেদ, ফিরোজ আহামেদ, বাপ্পি ইসলাম। বিক্ষোভে কলেজের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা  পৌর ডিগ্রী কলেজের শিক্ষা সফরের গাড়িতে গণ ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন।
প্রসঙ্গত, গত ৫ মার্চ দিবাগত রাত তিন টার দিকে নওগাঁ থেকে শিক্ষা সফর শেষে ফেরার পথে গাংনী উপজেলার শুকুরকান্দিতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বর্ণালংকার, নগদটাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট হয়। এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর