২৭ মার্চ, ২০১৭ ১৯:৫৩

খাগড়াছড়ি সরকারী কলেজে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩

মো: জহুরুল আলম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সরকারী কলেজে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩

খাগড়াছড়ি সরকারী কলেজে পূর্ব ঘটনার বিষয় নিয়ে অধ্যক্ষের রুমে বৈঠক চলাকালে সোমবার দু'পক্ষের সংঘর্ষে ৩ ছাত্র গুরুতর আহত হয়েছেন।

এরা হলেন, খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্র পারভেজ (১৮) ও ইয়াছিন (২০) ও টেকনিক্যাল কলেজের ছাত্র শ্যামল ত্রিপুরা (১৮)। পুলিশ এ ঘটানায় ২জনকে আটক করেছে। এরা হলেন রকিব হাসান (১৫) ও জনি দে (১৯)।
খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুস সবুর খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জাতীয় সংগীত গাওয়া নিয়ে ২জন ছাত্রের মধ্যে বেশ কিছুদিন আগে কথা কাটাকাটি হয়। এ ঘটনার মীমাংসার জন্য সোমবার ২ পক্ষকে নিয়ে কলেজে বৈঠক বসে। বৈঠক চলাকালেই বাইরে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন ছাত্র আহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর