২৮ মার্চ, ২০১৭ ১৪:১৪

ঝালকাঠিতে বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি:

ঝালকাঠিতে বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, পেনশন সুবিধা প্রবর্তনসহ সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে জেলার ঝালকাঠি ও নলছিটি পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেয়। 

এসময় ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ঝালকাঠি পৌর সভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ম. আবু হানিফ, সদস্য সচিব মো. নুরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন হচ্ছে না। আর এ কারণে জেলার দুটি পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবারে স্মারকলীপি প্রদান করা হয়।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর