শিরোনাম
২৮ মার্চ, ২০১৭ ১৫:০০

নোয়াখালীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী:

নোয়াখালীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতাদি প্রদান ও পেনশন প্রথা চালুর দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সভাপতি ও চৌমুহনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত, চৌমুহনী পৌরসভার সচিব আবদুল কাইয়ুম, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি বাবু সুজিত বড়–য়া, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার কব নির্ধারক মো.মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নগরায়নের গুরুত্ব অনুধাবন করে ১৯৭২ সালে পৌরসভাকে সংবিধানের ৫৯(১) অনুচ্ছেদে প্রশাসনিক একাংশ রূপে নির্বাহী বিভাগের একটি অংশের এবং ৫৯(২ক) অনুচ্ছেদে পৌরসবার কর্মকর্তা-কর্মচারীদেরকে সরকারী কর্মচারীর মর্যাদা প্রদান করেছেন। কিন্তু পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতাদি ও পেনশন সুবিধা বঞ্চিত রয়েছে। তাই অভিলম্বে কর্মকর্তা-কর্মচারীদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতাদি প্রদান ও পেনশন প্রথা চালুর দাবি করেন তারা। মানববন্ধনে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ-সহ জেলা বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর