২৮ মার্চ, ২০১৭ ১৫:৪৫

চাঁপাইনবাবগঞ্জে নদী রক্ষার দাবিতে মানববন্ধন

মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে নদী রক্ষার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর নাব্যতা সংকট, দূষণ ও দখলের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রেহাইচর এলাকায় মহানন্দা নদীর বুকে এ কর্মসূচির আয়োজন করে সেভ দ্য নেচার, নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় একঘণ্টা ধরে চলা মানবববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।  

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক শফিকুল আলম ভোতা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, ডাবলু কুমার ঘোষ, সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ কো-অর্ডিনেটর রবিউল হাসান, সমন্বয় কমিটির সদস্য শহীদুল হুদা অলকসহ অন্যরা। 

সমাবেশে বক্তারা বলেন, এক সময়ের খরস্রোতা মহানন্দা নদী এখন মৃতপ্রায়। নাব্যতা সংকটের সুযোগে একশ্রেণীর অসাধু মানুষ নদী দখল করছে। এছাড়া পৌরসভার সব ড্রেনের মুখ গিয়ে মিলেছে মহানন্দায়। ড্রেনের পানিতে দূষিত হচ্ছে নদী। এর বিরুপ প্রভাব পড়ছে পুরো পরিবেশের উপর। অবিলম্বে মহানন্দা নদী খনন, দূষণ ও দখলমুক্ত করার দাবি জানান তারা।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর