২৮ মার্চ, ২০১৭ ১৬:০৯

দিনাজপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

দিনাজপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিভিন্ন দাবিতে দিনাজপুরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারিরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। পৌরসভা কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি তহবিল হতে প্রদানের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম স্মারকিলিপি গ্রহণ করেন। আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী দিনাজপুর পৌরসভার সামনে পৌরসভা কর্মকর্তা-কর্মচারিরা এ মানববন্ধন পালন করেন। 

মানববন্ধন চলাকালে পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন দিনাজপুর পৌরসভা কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বাচ্চু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মো. রেহাতুল ইসলাম খোকা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা মো. নুরুল হুদা, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. হাবিবুর রহমান, দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. বদিউজ্জামান ফারুকী জুয়েল, মীর তোফাজ্জাল হোসেন, দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌলশী মো. ময়েজ উদ্দিন, বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা মো. রুস্তম আলী, বীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ, বিরামপুর পৌরসভার সচিব মো. সেরাফুল ইসলাম, পার্বতীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিনহাজুল ইসলাম খান হোসেল প্রমুখ। মানববন্ধনে বিরামপুর, পার্বতীপুর, বীরগঞ্জ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর