২৮ মার্চ, ২০১৭ ১৬:৪৫

সিরাজগঞ্জে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্র জোকনালা গ্রামে দুটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে পাশাপাশি দুটি মন্দিরের প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনায় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতংক দেখা দিয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, সার্বজনিন কালী মন্দির ও কালিপদ সরকারের বাড়ির কালী মন্দিরে গ্রামের লোকজন সকালে পুজা-অর্চনা কালী, মহাদেব, ডাকিনী, জোগিনী, স্বরস্বতী প্রতিমার মাথা ও হাতসহ অন্যান্য অঙ্গ ভাঙ্গা দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। 

উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায় ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে অভিলম্বে গ্রেফতারের দাবি জানান। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর