২৮ মার্চ, ২০১৭ ১৭:০৮

বাগেরহাটে গ্রামবাসীর হাতে অস্ত্রসহ বনদস্যু আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে গ্রামবাসীর হাতে অস্ত্রসহ বনদস্যু আটক

বাগেরহাটের শরণখোলায় গ্রামবাসীরা আসাদুল পহলান (৪৫) নামের সুন্দরবনের এক বনদস্যুকে আটক করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টগরাবাড়ি এলাকা থেকে জনতা তাকে আটক করে পুলিশে দেয়। 

আটক বনদস্যুর কাছ থেকে দুটি পাইপ গান, দুই রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। এসময় বাহিনী প্রধান সাইদুল পহলানসহ দুই দস্যু পালিয়ে যায়। আটক আসাদুল সুন্দরবনে সদ্য আবির্ভূত বনদস্যু ‘বড় ভাই ওরফে সাইদুল বাহিনী’র সদস্য। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, উপজেলার রতিয়া-রাজাপুর গ্রামের সইজদ্দিন পহলানের ছেলে সাইদুল সম্প্রতি নিজের নামে একটি বনদস্যুদল গঠন করে সুন্দরবনে জেলেদের মুক্তিপনের দাবিতে অপহরণ শুরু করে। তারা এলাকায় ছদ্মবেশে ঘোরাফেরা করছিল। তাদের দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । 

 

বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর