২৯ মার্চ, ২০১৭ ০৫:০৯

ফেনীতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

অনলাইন ডেস্ক

ফেনীতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

ফেনীতে ইয়াবা ও প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-০৭) ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় আটককৃত এই তিন জনের কাছ থেকে ৪০ হাজার পিস উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে তাদের আটক করা হয়। র‍্যাব-০৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি।

তিনি জানান, "গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে অভিযান চালান তারা। এসময় সন্দেহভাজন প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। আটক করা হয় গাড়িতে থাকা দু'জন পুরুষ ও একজন নারীকে। জব্দ করা ইয়াবার বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা।"  

তিনি আরও জানান, "বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকদের নাম এবং এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। তারপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।"

 


বিডি-প্রতিদিন/ ২৯ আগস্ট, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর