২৯ মার্চ, ২০১৭ ০৮:৩৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকা পড়েছে তিন শতাধিক ট্রাক

অনলাইন ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকা পড়েছে তিন শতাধিক ট্রাক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। বুধবার সকাল পৌনে ৭টার দিকে উভয় ঘাট সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, রাতে ঢাকামুখী পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকার কারণে দীর্ঘ লাইন জমে যায়। এতে দেড় শতাধিক ট্রাক ও ৭০ থেকে ৮০টি বাস নদী পারের অপেক্ষায় রয়েছে।

মানিকগঞ্জের শিবালয় উপেজলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘাটের পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় দেড় শতাধিক ট্রাক থাকলেও কোনো বাস নেই। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বাসগুলো ঘাটে আসা মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফেরি মেরামত করতে দেয়া হয়েছে

বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর