২৯ মার্চ, ২০১৭ ১০:৪২

মেহেরপুরে কালি মন্দির থেকে মূর্তি চুরি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে কালি মন্দির থেকে মূর্তি চুরি

মেহেরপুর শহরের সিদ্ধেশ্বরী কালি মন্দির থেকে ৪ মূর্তি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৭ টার মধ্যে মূর্তিগুলো চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি কিশোর পাত্র জানান, রাত ৮ টা পর্যন্ত মন্দির তালাবদ্ধ অবস্থায় ছিল। এর পরই মন্দিরে আসেন পুরোহিত তপন বন্দোপাধ্যায়। রাত ৯ টা পর্যন্ত চলে পূজা অর্চনা। তারপরই জিনিসপত্র গোছাতে গিয়ে তিনি দেখেন রাধা-কৃষ্ণ, গোপাল ও সরস্বতী দেবীর মূর্তি নেই। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। পরে ঘটনাস্থলে  আসে পুলিশের একটি দল। এ ব্যাপের মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

মন্দিরের পুরোহিত তপন বন্দোপাধ্যায় বলেন, মঙ্গলবার রাত ৯টার সময় পূজা অর্চনা শেষ করে মন্দির বন্ধ করার সময় সবকিছু গোছাতে গিয়ে আর ঐ চারটি মূর্তি পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আন নূর যায়েদ জানান, খবর পেয়ে পুলিশের একটি  দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

 


বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর