২৯ মার্চ, ২০১৭ ১৪:১০

কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার অভিযানে বিএনসিসি

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার অভিযানে বিএনসিসি

কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান কর্মসূচি পালন করেছে বিএনসিসি’র ক্যাডেটরা। আজ সকালে এ অভিযানে অংশগ্রহণ করেন প্রায় দুইশ' বিএনসিসি’র ক্যাডেট। 

জানা যায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্র সৈকতকে পরিবেশ দুষণ মুক্ত রাখার প্রত্যয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। রমনা রেজিমেন্ট কমান্ডার লে.কর্নেল এম এম সালাহউদ্দিনের নেতৃত্বে সমুদ্র সৈকত পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে মেজর সাঈদ, মেজর হামিদ, বিটিএফ ও নাছির, হাবিব, কামরুলসহ পিইউও ও ক্যাডেটরা অংশগ্রহণ করেন। 

লে.কর্ণেল সালাহদ্দিন জানান,‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর জ্ঞান, শৃংখলার মূলমন্ত্রে উজ্জীবিত একটি স্বেচ্ছাসেবক সংগঠন। শারিরীক যোগ্যতা অর্জন ও মানবিক মুল্যবোধ সম্পন্ন যুব সমাজকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিএনসিসি কাজ করে যাচ্ছে।  দেশের পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করা হয়েছে। 


বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর