২৯ মার্চ, ২০১৭ ১৪:৫৪

চুয়াডাঙ্গায় ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬০০ কৃষকের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৫৫০ জন কৃষককে ৫ কেজি করে উফসি জাতের ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচ খরচের জন্য ৪০০ টাকা করে দেওয়া হয়। এছাড়াও ৫০ জন কৃষককে ১০ কেজি  নেরিকা ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচ খরচের ৪০০ টাকা এবং আগাছা পরিস্কারের জন্য ৪০০ টাকা দেওয়া হয়। 

দামড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলী আজগর টগর এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচারক নির্মল কুমার দে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর