২৯ মার্চ, ২০১৭ ১৭:৩০

রাঙামাটিতে জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:

রাঙামাটিতে জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটিতে জঙ্গিবাদ বিরোধী প্রচারণাসহ জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ হাবিব উল্ল্যার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চানমনি তঞ্চঙ্গ্যা, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক সৈয়দ আলম মাসুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার বিপুল চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশে উদ্বেগজনক হারে জঙ্গি গোষ্ঠীদের তান্ডব বেড়ে গেছে। তাই তাদের কারণে দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন এলাকায়,পাড়াই, মহল্লায় জন সচেতনতা সৃষ্টি করতে হবে। এভাবে দেশে থেকে জঙ্গি প্রতিরোধ করার সম্ভব।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর