২৯ মার্চ, ২০১৭ ১৭:৪২

বান্দরবানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩

পার্বত্য জেলা বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ এই সময় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে।  

আটককৃতরা হলেন, রাঙ্গামাটির বরকল উপজেলার সুভলং ইউনিয়নের রিটু চাকমা (৩৪), বান্দরবান বলিপাড়ার অমল চাকমা (২৯) ও টংকাবতীর শান্তি চাকমা (২৮)।

এসময় তাদের কাছ থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একটি দুই নলা বন্ধুক উদ্ধার করা হয়। অভিযানে সদর থানার পরির্দশক মো.রফিক উল্লাহ, এস আই খালেকুর রহমান ও এএসআই ইকবাল মাহমুদ আহত হন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মঙ্গলবার গভীর রাতে সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার বড় ঝিড়িতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ চাঁদাবাজ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীরা অন্ধকারে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে রিটু চাকমা আহত হন। এ তিন সন্ত্রাসী দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও চাঁদাবাজী কাজে জড়িত বলে তিনি জানান।

টংকাবতী একাধিক স্থানীয়রা জানান, আটক অন্য দুজনের সহযোগিতায় দীঘদিন ধরে এলাকায় রিটু চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস’র কালেক্টরের দায়িত্ব পালন করে আসছিল।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর