২৯ মার্চ, ২০১৭ ১৮:০৯

ভালুকায় জঙ্গলের আলু খেয়ে বৃদ্ধার মৃত্যু

আসাদুজ্জামান সুমন, ভালুকা(ময়মনসিংহ)

ভালুকায় জঙ্গলের আলু খেয়ে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় জঙ্গলের আলু খেয়ে আমিরজান বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন ওই পরিবারের আরও ২ সদস্য। বুধবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাচঁগাও গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্র জানায়, পাচঁগাও গ্রামের মৃত ছিফারউদ্দিনের স্ত্রী আমিরজান বাড়ির পাশের একটি জঙ্গল থেকে গচিয়া আলু মনে করে বিষক্রিয়াযুক্ত কুমারী আলু এনে রান্না করে রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খায়। সকালে ওই বৃদ্ধা নারীর আকস্মিক মৃত্যু হয়। অপর দুইজন আমিরজানের মেয়ে ছহুরা খাতুন (৩৫)ও তার নাতী শিশু ছোরহাব(১০) গুরুতর অসুস্থ অবস্থায় তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম জানান, ঘটনাটি শুনে আমি ওদের বাড়ি গিয়ে জানতে পারি জঙ্গলের গচিয়া আলু মনে করে কুমারি আলু খাওয়ার পর বৃদ্ধা নারী মারা যায় এবং তার মেয়ে ও নাতি অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল চিকিৎসাধীন আছে। 

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরাম উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর