৩০ মার্চ, ২০১৭ ১২:২১

লক্ষ্মীপুরে আইনগতভাবে বিয়ে নিশ্চিতকরণ শীর্ষক সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে আইনগতভাবে বিয়ে নিশ্চিতকরণ শীর্ষক সভা

লক্ষ্মীপুরে সিটিজেনস্ চার্টার, নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই ও আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ শীর্ষক পর্যালোচনা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(আজ) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল হালিম।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. খালেদ মোস্তফাসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বাল্য বিয়ে নিরোধ আইন সম্পর্কে আলোকপাতসহ বাল্য বিয়ে রোধ করার উপর গুরুত্বারোপ করেন। 


বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর