৩০ মার্চ, ২০১৭ ১৪:৩৪

ভালুকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসলি জমি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ভালুকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসলি জমি

ময়মনসিংহের ভালুকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় দুই হাজার একর আবাদকৃত বোরো ফসল। ঘটনাটি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের। এতে প্রায় দের লাখ মন ধানের ক্ষতি হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস সুত্র। জলাবদ্ধতায় ধানের জমি তলিয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকশ' কৃষক দিশেহারা হয়ে পরেছে।

কৃষি আফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মেদুয়ারী গ্রামের সোয়াইল, পানিবান্দা গ্রামের সাজুকুরী, নূরুঙ্গী, হাতিয়া হেয়ালমারীসহ মোট ১৫টি বিলের প্রায় এক হাজার একর ইরি বোরো ধানের আবাদকৃত ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।  

কৃষক শাহজাহান খান জানায়, পানি নিষ্কাসনের একমাত্র পথ বাকানদী বরাট হওয়ার কারণে  আমাদের এলাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
 
কৃষক আবুল হোসেন জানান, নিঝুরী ও বগাজান খালের পানি বাকানদি হয়ে খিরু নদীতে না যেতে পেরে ফসলি জমিতে ওঠার কারণে আমাদের এলাকায় এ জলাবদ্ধতা।

মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী বলেন,  আমাদের এলাকার কৃষক একমাত্র এই ফসলের উপর নির্ভরশীল। এলাকাবসির দাবি অতি দ্রুত বাকানদীটি খনন করার মাধ্যমে এই এলাকার কৃষকদেরকে রক্ষা করতে হবে।  

এদিকে উপজেলা নির্বাহী অফিসার, মেদুয়ারী ইউপি চেয়ারম্যান, স্থানীয় কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। উপজেলা কৃষি আফিসার সাইফুল আজম খান জানান, দুই একদির মধ্যে এ পানি নিস্কানের ব্যবস্থা না করলে সব ধান নষ্ট হয়ে যাবে, আমরা পানি নিস্কাসনের ব্যবস্থা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মোরারজী দেশাই বর্মন জানান, দ্রুত গতিতে পানি নিস্কাসনের ব্যবস্থা করা হবে।


বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর