৩০ মার্চ, ২০১৭ ১৬:০৮

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ

সুনামগঞ্জসুনামগঞ্জ-২ আসন দিরাই ও শাল্লার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

উপনির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন।
 
গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয়।

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩টি ইউনিয়নের ১১০টি ভোট কেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই দুই আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। 


বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর