৩০ মার্চ, ২০১৭ ১৬:২২

নোয়াখালীতে ১২৯ বস্তা চাউলসহ ৬ শ্রমিক আটক

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী:

নোয়াখালীতে ১২৯ বস্তা চাউলসহ ৬ শ্রমিক আটক

প্রতীকী ছবি

নোয়াখালীতে খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির ১২৯ বস্তা চাউলসহ ৬ শ্রমিককে আটক করেছে পুলিশ। আজ  দুপুর ১২টা নোয়াখালী সুধারাম মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর নোয়াখালী বিসিক শিল্পনগরীর রিজান বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরীর গোডাউন থেকে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর ১০টাকা দরের খাদ্য বান্ধব কর্মসূচির চাউল গুলো খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির বস্তা পরিবতন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এসময় বস্তা পরিবতন করার কাজে নিয়োজিত ৬ জন শ্রমিককে আটক করা হয়।

আটককৃত শ্রমিকরা জানান, তাদেরকে দত্তের হাটের মক্কা ফুডের মালিক নুরুল ইসলামের ছেলে শাওন কাজে নিয়োগ দেয়। চাউলগুলো মক্কা ফুডের মালিক নুরুল ইসলামের।

নোয়াখালী সদর উপজেলা খাদ্য পরিদর্শক আরিফ উদ্দিন জানান, খাদ্য বিভাগের নির্বাহি অফিসারের নির্দেশে চাউলগুলো দত্তের হাট  খাদ্য গুদামে রাখা হবে।

 

বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর