৩০ মার্চ, ২০১৭ ১৭:০৮

নওগাঁয় মাদক মামলায় যাবজ্জীবন

বাবুল আখতার রানা, নওগাঁ:

নওগাঁয় মাদক মামলায় যাবজ্জীবন

নওগাঁয় হিরোইনসহ গ্রেফতার হওয়া মো. ফানছু (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আজ দুপুরে দ্বিতীয় নওগাঁর অতিরিক্তি দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন। রায়ের সময় আসামি ফানছু আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ফানছু জেলার ধামইরহাট উপজেলার নামা আঙ্গরত গ্রামের ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। 

আদালত সূত্র জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারী রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহি বাসে তল্লাশী চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথও তার ফোর্স। সে সময় ফানছুর দেহ তল্লাশী করে একটি পলিথিনের প্যাকেটে রক্ষিত ৫০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে নওগাঁ সদর মডেল থানায় ফানছুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের মো. মোজাহার আলী ও আসামি পক্ষে মো. মাহফুজার রহমান চৌধুরী এবং মো. জয়নুল আবেদীন মিন্টু মামলা পরিচালনা করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর