৩০ মার্চ, ২০১৭ ১৭:৩০

বগুড়ায় উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ, উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করা আর শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার আয়োজন ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন সারা দেশের ন্যায় বগুড়াতেও অনুষ্ঠিত হলো। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার নির্বাচনকে ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে রীতিমতো উৎসবের আমেজ দেখা গেছে। প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালায় হাতে লেখা পোস্টার। সকালে বগুড়ার স্কুল গুলোতে গিয়ে দেখা গেছে, স্কুলের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশ। শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে সু-শৃঙ্খল ভাবে তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করেছে। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া জিলা স্কুলে নির্বাচনকে কেন্দ্রে করে শিক্ষার্থীরা ছিল উৎসব মুখর।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন জানান, সকাল থেকে শিক্ষার্থীরা আনন্দের মধ্যে দিয়ে ভোট প্রদান করেছে। যদিও সকল দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করেছে তারপরও স্কুলের শিক্ষক মন্ডলি সার্বক্ষণিক মনিটরিং করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর