শিরোনাম
৩০ মার্চ, ২০১৭ ১৯:০০

জাতীয়করণের দাবিতে বরিশালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

জাতীয়করণের দাবিতে বরিশালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের কর্মসূচি

বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি ও বৈখাশী ভাতা প্রদান এবং শিক্ষা জাতীয়করনের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। আজ সকালে সংগঠনের বিভাগীয় শাখার উদ্যোগে বরিশাল প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘন্টার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক শামসুল আলম, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার এবং প্রধান শিক্ষক রেজাউল করিম। 

বক্তারা তাদের দাবিসমূহ অনতিবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। আগামী ১৩ এপ্রিলের মধ্যে দাবি মেনে নিলে ওইদিন (১৩ এপ্রিল) সকালে শিক্ষক-কর্মচারীরা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে স্যালুট মিছিল বের করবে, আর যদি এই সময়ের মধ্যে দাবি মেনে না নেয়া হয় তাহলে ১৩ এপ্রিল অশ্বিনী কুমার হলের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর