৩০ মার্চ, ২০১৭ ২০:৫১

শাহজাদপুরে ওএমএস'র ২৩ বস্তা চাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শাহজাদপুরে ওএমএস'র ২৩ বস্তা চাল উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ওএমএসের ২৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আমজাদ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটকও করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাতনি ইউনিয়নের খুকশি ধীতপুর এলাকায় একটি ঘোরার গাড়িতে ১৬ বস্তা ও শ্রীপুর বাজার এলাকায় পল্লী চিকিৎসক আব্দুল কাদেরের ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। আটক আমজাদ হোসেন (৫০) উপজেলার সোনাতুনি ইউনিয়নের মৃত হারুন মিয়ার ছেলে।  
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজ সরকার জানান, সোনাতনি ইউনিয়নের ওএমএসের ডিলার আয়াজ উদ্দিন খাদ্য গুদাম থেকে চাল উত্তোলনের পর বৃহস্পতিবার বিকেলে ১৬ বস্তা কালোবাজারে বিক্রির জন্য লোক মারফত ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় খুকশি ধীতপুরের বাজারের লোকজন বিষয়টি টের পেয়ে ওই চাল আটক করে প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তাগুলো জব্দ ও ডিলারের খালাতো ভাই আমজাদ হোসেনকে আটক করা হয়। এ সময় পার্শ্ববর্তী শ্রীপুর বাজারে অবস্থিত পল্লী চিকিৎসক আব্দুল কাদেরের দোকান থেকে আরও ৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর