৬ এপ্রিল, ২০১৭ ১৭:৩০

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড

এইচএসসি পরীক্ষা চলাকালে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে আজ বরিশালের আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপিসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুই ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড দেয়া হয়। 

আজ বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানার এসআই মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা চলাকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেন একই কলেজ ছাত্র সংসদের ভিপি ছাত্রলীগ নেতা রাজীব ঘটক অর্ক এবং কলেজ ছাত্রলীগ সদস্য শাহীন খান। কর্তৃপক্ষের বিনা ছাড়া মোটরসাইকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে ইউএনও গাজী তারিক সালমন এবং সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার ছাত্রলীগ নেতা রাজীব ও শাহীনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুই জনকে দুই শত টাকা করে অর্থ দণ্ড দেয়া হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে মুক্তি পান রাজীব ও শাহীন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর