২৩ এপ্রিল, ২০১৭ ১২:৪০

বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের (৪৫) মৃত্যু হলে এ সংখ্যা ছয়জনে দাঁড়ায় বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম। এর আগে শনিবার রাতে রঞ্জিত রায়ের (৫০) মৃত্যু হয়। 

দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বটতলা গ্রামের শফিকুল ইসলাম যমুনা অটো রাইস মিলের শ্রমিক এবং রঞ্জিত রায় ব্যবস্থাপক ছিলেন।

সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বুধবার বেলা ১১টার দিকে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের রংপুর ও দিনাজপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওইদিন বিকেল থেকে শুক্রবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চারজনের। 

চিকিৎসক মারুফুল বলেন, চিকিৎসাধীন ১৩ শ্রমিকের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৩ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য দুইজনের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। 

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক সারওয়ার জাহান।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর