২৩ এপ্রিল, ২০১৭ ১৪:২৬

চৌদ্দগ্রামের আল আমিন মার্কেট সড়কের বেহাল দশা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

চৌদ্দগ্রামের আল আমিন মার্কেট সড়কের বেহাল দশা

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী-আল আমিন মার্কেট সড়কে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় পাঁচ কিলোমিটার সড়কের অধিকাংশ এলাকায় কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। 

সরজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটিতে প্রতিদিন চাঁপাচৌ, ঝিকড্ডা, ময়ূরপুর, বিঞ্চুপুর, সুরিকরা, রামপুর, রাজবল্লভপুর উত্তর পাড়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ চলাচল করে। চাঁপাচৌ গ্রামের কয়েকটি স্থানে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণসহ সড়কের পাশে ড্রেনের জায়গায় দেয়াল নির্মাণ করার কারণে প্রায় পানি জমে থাকে। চাঁপাচৌ উত্তর পাড়া জামে মসজিদের প্রস্রাবখানার প্রস্রাব সড়কের জমাট পানির সাথে মিশে যায়। 

দুষিত জমাট পানি পাড়ি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার লোককে গুণবতী বাজারে যেতে হয়। মাঝে মাঝে ইঞ্জিন চালিত যানবাহনকে এসব স্থানে বিকল হয়ে পরে থাকতে দেখা যায়।

সড়কটি মেরামতসহ অবৈধভাবে দখলকরা জায়গা উদ্ধার করে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা করার জন্য রেলপথমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

 

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর