২৩ এপ্রিল, ২০১৭ ১৪:৪৩

ঠাকুরগাঁওয়ে নতুন মটরযান আইন বাতিলের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে নতুন মটরযান আইন বাতিলের দাবিতে মানববন্ধন

নতুন সড়ক পরিবহন মটরযান আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন। রবিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ভুট্টো প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মটর চালকদের ড্রাইভিং লাইসেন্স সহজ, পূর্বের মটর আইন বহাল ও মালিক, শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন মেনে নেয়া হবে না। অবিলম্বে সড়ক পরিবহন মটরযান আইন বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা। 

 

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর