২৩ এপ্রিল, ২০১৭ ১৫:১১

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে মালিক শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা।

মানববন্ধন থেকে শ্রমিক নেতারা অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, অন্যথায় আগামীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।

রবিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ মানববন্ধন আয়োজন করে।

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, জেলা ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী (সাদা), শ্রমিক নেতা এনামুল হক, তৈয়ব আলী, আব্দুস সামাদ আলী, মোঃ মুন্না, ট্রাক মালিক গ্রুপের শহীদুল ইসলাম প্রমুখ।
 
মানববন্ধনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নিয়ন্ত্রণাধীন সকল পরিবহন সেক্টরের শ্রমিকরা অংশ নেয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর