২৩ এপ্রিল, ২০১৭ ১৫:৪১

শরীয়তপুরে ১২ জন গুলিবিদ্ধের মামলায় আসামি ৩০

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ১২ জন গুলিবিদ্ধের মামলায় আসামি ৩০

শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে মিন্টু কাজী গ্রুপের সমর্থক আক্তার হোসেন বাদী হয়ে জাজিরা থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় হানান মোল্যা নামে একজনকে গ্রেফতার করেছেন জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গঙ্গানগর বাজারে সংঘর্ষের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ১২ জন গুলিবিদ্ধ হয়। আহত সকলেই জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজীর সমর্থক। অপর গ্রুপের নেতা ছাত্রলীগ নেতা মিথুন ঢালী ও তার লোকজন প্রতিপক্ষের উপর গুলি ছোঁড়েন বলে অভিযোগ পাওয়া যায়।


বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর