২৩ এপ্রিল, ২০১৭ ২২:১১

হঠাৎ রাজধানীতে কালবৈশাখীর ছোবল

অনলাইন প্রতিবেদক

হঠাৎ রাজধানীতে কালবৈশাখীর ছোবল

ফাইল ছবি

রাজধানীতে হঠাৎ আঘাত হানলো কালবৈশাখী। রাত সোয়া নয়টার দিকে কোন ঘোষণা ছাড়াই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপরই আঘাত হানে কালবৈশাখী ঝড়। আধা ঘণ্টার ঝড়ে বিভিন্ন স্থানে ভেড়ে পড়েছে বিলবোর্ড, দোকানের সাইনবোর্ড, গাছের ডাল। উল্টে গেছে রিকশা, রাস্তায় পার্কিং করা মোটরসাইকেল। উড়ে গেছে ফুটপাতের ত্রিপল দিয়ে ঢেকে রাখা দোকানের মালপত্র। 

বৃষ্টিতে সড়কে জমে গেছে হাঁটু সমান পানি। সাইলেন্সার পাইপে পানি ঢুকে অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা রাস্তার মাঝেই অচল হয়ে পড়েছে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখার সময় ঝড় থেমে গেলেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘরফেরত অসংখ্য মানুষ ভিজে রাস্তার পাশে যানবাহনের অপেক্ষা করছে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর