২৩ এপ্রিল, ২০১৭ ২২:৪৩

বরিশালে এইচএসসি'র প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে এইচএসসি'র প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষকসহ আটক ৪

প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক শিক্ষকসহ চার জনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চাখার শের-ই-বাংলা একে ফজলুল হক কলেজ পরীক্ষা কেন্দ্র সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করে বানারীপাড়া থানা পুলিশ।

 
আটকরা হলেন- বানারীপাড়া এসএস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আ. ছালাম, আরিফুর রহমান, আজিম মোল্লা ও সুব্রত বালা। তারা সকলেই চাখারের দেওরবাড়ি এলাকার বাসিন্দা। 

বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, রবিবার এইচএসসি’র হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে গোয়েন্দা সূত্রে পুলিশ জানতে পারে প্রশ্ন ফাঁস করে উত্তরপত্র লিখে চাখার পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা হচ্ছে। খবর পেয়ে কেন্দ্রের পাশের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। সেখান থেকে হিসাব বিজ্ঞান পরীক্ষার একটি প্রশ্নপত্র এবং সমাধানের কয়েকটি গাইড বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর