২৪ এপ্রিল, ২০১৭ ০৯:৫৩

রৌমারী সীমান্তে অর্ধশতাধিক ভারতীয় হাতির তাণ্ডব

অনলাইন ডেস্ক

রৌমারী সীমান্তে অর্ধশতাধিক ভারতীয় হাতির তাণ্ডব

প্রতীকী ছবি

ভারতের কালাইর চর পাহাড়ি এলাকা থেকে আসা ৫০/৬০টি হাতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের সীমান্তবর্তী আলগার চর এলাকায় প্রচুর ফসল নষ্ট করেছে। ১০৭২ আন্তর্জাতিক সীমানা পিলারের নিকটবর্তী স্থান দিয়ে প্রবেশ করে বাংলাদেশের সীমান্তবর্তী চরাঞ্চলের ধান, সবজি ও কলাই ক্ষেত নষ্ট করেছে হাতির দলটি।

রবিবার রাত ৮টার দিকে হাতির দলটি বাংলাদেশের ভেতর ঢুকে। হাতিগুলো বর্তমানে বাংলাদেশের ভূখণ্ডের তিনশ গজ ভেতরে অবস্থান করায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতে আগুন জ্বালিয়ে ও ঢাক ঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন সীমান্তবর্তী চরাঞ্চলের মানুষরা।

যাদুর চর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী জানান, ভারতীয় কালাইর চর পাহাড়ি এলাকা থেকে হাতির দলটি আকস্মিকভাবে নেমে এলে  হামলার হাত থেকে বাঁচতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গেট খুলে দেয়। দ্রুত হাতিগুলোকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠাতে বন বিভাগসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর