২৪ এপ্রিল, ২০১৭ ১৬:২৭

মাগুরায় কাইযেন সেমিনার

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় কাইযেন সেমিনার

সারাদেশের ৪৮৮টি উপজেলায় থাকা ১২ হাজার সরকারি অফিস প্রতিবছর কমপক্ষে ১টি করে ক্ষুদ্র উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে কাইযেন সেমিনার।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের এমডিএস প্রকল্পের এনডিসি মোঃ জায়েদুল হক। মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সেমিনামের স্বাগত বক্তব্য দেন লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক কাজী হাসান ইমাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিভিল সার্জন ডাক্তার মুন্সী ছাদউল্লাহ, মাগুরার অতিরিক্ত জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ প্রমুখ।

সেমিনারে জানানো হয়, জাপানী শব্দ কাইযেনের অর্থ হচ্ছে উত্তম পরিবর্তন। সরকারি পর্যায়ে থাকা জনসেবার মান আরো ভালোভাবে উন্নত করতে এই প্রকল্প গৃহিত হয়েছে। যেখানে প্রতিটি অফিসে প্রতিবছর অন্তত জনসেবামূলক একটি উন্নয়ন উদ্যোগ নেয়া হবে। দাপ্তরিক কাজগুলো সহজতর হবে যার ফলে সেবার মান আরো বাড়বে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর