শিরোনাম
২৪ এপ্রিল, ২০১৭ ১৮:১৫

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎবিহীন পুরো জেলা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎবিহীন পুরো জেলা

ট্রাকের ধাক্কায় নেত্রকোনা জেলা শহরের সোর্স লাইনের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো জেলা শহর। নেত্রকোনা - ময়মনসিংহ সড়কের পাশে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকোয়া নামক স্থানে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনা জেলা শহরের মেইন সোর্স লাইনের ৩৩ হাজার ভোল্টের খুঁটি এটি। সারা শহরে এই লাইন দিয়ে পিডিবির বিদ্যুৎ প্রবাহিত হয়। সকালে নেত্রকোনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটির উপর পড়ে গিয়ে খুঁটি ভেঙ্গে যায়। এতে করে জেলার সর্বত্র পিডিবির বিদ্যুৎ চলে যায়।
বিদ্যুৎ বিভাগ নতুন করে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সরবরারহের চেষ্টা করছে। যত দ্রুত সম্ভব বিদ্যুত সংযোগ দেবে বলেও জানিয়েছেন উপ সহকারী প্রকৌশলী মুখলেছুর রহমান।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর