২৪ এপ্রিল, ২০১৭ ১৮:৩২

দিনাজপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

দিনাজপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেশির বাড়িতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরারপথে বিষাক্ত সাপের কামড়ে নিক্কন অধিকারী (৮) নামে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিক্কন অধিকারী চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামের নারায়ন চন্দ্র অধিকারীর ছেলে এবং চড়কডাঙ্গা মৈত্রী বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আজ সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃতের বাবা নারায়ন চন্দ্র অধিকারীর জানান, রবিবার আনুমানিক বিকেল ৫টায় প্রতিবেশির বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় নিক্কনকে বিষধর সাপ কামড় দেয়। এতে তাৎক্ষণিক ভাবে কোন প্রতিক্রিয়া না হওয়ায় বিষয়টি গুরুত্ব দেয়নি। রাতে তার শরীরে সাপের বিষক্রিয়া বেশি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মৃত্যুকোলে ঢলে পড়ে। 

চড়কডাঙ্গা মৈত্রী বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ডালিম চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর