২৫ এপ্রিল, ২০১৭ ০৮:১৮

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মাগুরার ৪ গ্রাম

অনলাইন ডেস্ক

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মাগুরার ৪ গ্রাম

কালবৈশাখী ঝড়ে মাগুরা সদর উপজেলার পয়ারী ধর্মদাহ, কালুপাড়া ও পথেরহাট গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় ৪০টি পরিবারের ব্যাপক ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রায় ২০০ একর জমির ধান, একাধিক পানের বরজের ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেল ও রাতে হওয়া ঝড়ে উপড়ে গেছে বৈদ্যুতিক পিলারসহ অসংখ্য গাছপালা।

এলাকাবাসী জানায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পয়ারী ও পথেরহাট গ্রামে। এ দুটি গ্রামের প্রায় ৩০টি বসতঘর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া ১১ হাজার কেভির ৪টি বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ায় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কালবৈশাখী ঝড়ে ক্ষয়-ক্ষতির খবর শুনে এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। গ্রাম চারটির ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে।

মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর