২৫ এপ্রিল, ২০১৭ ১৩:৪১

মেহেরপুর পৌর নির্বাচনে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পৌর নির্বাচনে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

মেহেরপুর পৌরসভার নির্বাচনে ৭ নং ওয়ার্ডের দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ চূড়ান্তভাবে স্থগিত করা হয়েছে। নির্বাচনী সরঞ্জামাদিও নিয়ে যাওয়া হয়েছে। ভোট বন্ধ ঘোষণার পর কেন্দ্র থেকে পুরুষ ও মহিলা ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

প্রিজাইডিং অফিসার সুব্রত কুমার সরকার জানান, আইনশৃঙ্ক্ষলা পরিস্থিত ভাল না থাকায়  ভোটগ্রহণ  বন্ধ করা হয়েছে। বিস্তারিত পরে বলা হবে। 

স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু বলেন, রাতে কয়েকজন দুষ্কৃতকারী ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করে সেগুলো ভর্তি করে সকালে দিয়ে গেছে। এজন্য ভোট কেন্দ্র বন্ধ করা হয়েছে।

বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করে বলেন, এটি একটি পাতানো নীল নকশা। সুষ্ঠভাবে ভোটগ্রহণ হচ্ছিল ষড়যন্ত্র করে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সামউল হক সাংবাদিকদের জানান, ভোট গ্রহণ বা বন্ধ নির্বাচন কমিশনের ব্যাপার।

এ ঘটনার পর রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জমানের সাথে যোগাযোগ করা হলে মোবাইল  ফোনে পাওয়া যায়নি।

এদিকে ভোটগ্রহণ বন্ধ রাখায় কেন্দ্রের বাহিরে বিক্ষোভ করে যুবলীগের নেতাকর্মীরা। এসময় তারা স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর