২৫ এপ্রিল, ২০১৭ ১৪:১২

এক বছর কৃষকদের সহায়তা দেয়া হবে : ত্রাণ মন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

এক বছর কৃষকদের সহায়তা দেয়া হবে :  ত্রাণ মন্ত্রী

ফাইল ছবি

ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওর এলাকায় ক্ষতিগ্রস্থদের পাশে আছে সরকার। আগামী এক বছর কৃষকদের নানা ধরনের সহায়তা প্রদান করা হবে। কৃষকদের কাছ থেকে সরকারি ঋণ পরিশোধ স্থগিত রাখা হয়েছে। এনজিওদের কাছে অনুরোধ করা হচ্ছে আগামী এক বছর যেন কৃষকদের তাগাদা দেয়া না হয়।

মঙ্গলবার বেলা ১২টায় নেত্রকোনার বারহাট্টায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন ত্রাণ মন্ত্রী। সেখানেই তিনি এসব কথা বলেছেন। এসময় মন্ত্রী হাওর এলাকার ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা দেন। 

এদিকে, মূল ক্ষতিগ্রস্থ উপজেলা মোহনগঞ্জ ও খালিয়াজুরী না গিয়ে মন্ত্রীর কম ক্ষতিগ্রস্থ এলাকা বারহাট্টা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করায় হাওরাঞ্চলের মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 


বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০ ১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর