২৫ এপ্রিল, ২০১৭ ১৪:৫৯

নরসিংদীতে সুতা ও তুলার গুদামে আগুন

অনলাইন ডেস্ক

নরসিংদীতে সুতা ও তুলার গুদামে আগুন

নরসিংদীর সাহেপ্রতাব এলাকার অলিউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে পথচারীরা হঠাৎ ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামটিতে আগুনের ধোঁয়া দেখতে পান। তারা দমকল বাহিনীকে খবর দিলে নরসিংদীর দুটি, মাধবদীর দুটি ও শিবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর