২৫ এপ্রিল, ২০১৭ ১৭:১৩

দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিলের দাবি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিলের দাবি

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর বিশেষ বিধান বাতিলসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৫ মে পর্যন্ত। আগামী ১৬মে স্বাক্ষরসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে উদ্যোগক্তারা জানিয়েছে। 

মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন উদীচী শিল্পী গোষ্ঠী, দিনাজপুর জেলা সংসদের সভাপতি রেজাউর রহমান রেজু। 

উদ্বোধনকালে আরও  বক্তব্য রখেন বাংলাদেশের কমিউনিস্টি পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড বদিউজ্জামান বাদল। 

এসময় বক্তারা অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান এবং ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। সমাবেশ শেষে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধনের পরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 


বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০ ১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর