২৫ এপ্রিল, ২০১৭ ২১:৩৪

বগুড়ায় ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি, আতঙ্কে কৃষক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি, আতঙ্কে কৃষক

বগুড়ায় বৈশাখ মাসের ঝড় ও বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশংকা রয়েছে। 

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়া জেলার ১২ উপজেলায় চলতি মওসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার ১৮০ হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৫০ হেক্টর। গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে যমুনা ও বাঙ্গালী নদী তীরবর্তি এলাকার ১ হাজার ৭৫০ হেক্টর জমির পাকা আধাপাকা ধান গাছ পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকায় ধান গাছ মাটির সাথে মিশে গেছে। ফলে বোরো ধানের বেশ ক্ষতি হয়েছে। তাই কৃষকরা আতঙ্কে জমির কাঁচা পাকা ধান কর্তন শুরু করেছেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ সহকারী কর্মকর্তা মহসিন আলী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন হয়নি। জেলায় এখন পর্যন্ত শতকরা ১ ভাগ জমির বোরো ধান কাটা ও মাড়াই করা হয়েছে। 

 


বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০ ১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর