২৬ এপ্রিল, ২০১৭ ১১:৩৭
ঘটনাস্থলে যাচ্ছে সোয়াত

শিবগঞ্জের আস্তানায় রয়েছে 'জঙ্গি দম্পতি'

অনলাইন ডেস্ক

শিবগঞ্জের আস্তানায় রয়েছে 'জঙ্গি দম্পতি'

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনি এলাকায় ‌'জঙ্গি আস্তানা' একই পরিবারের চারজন জঙ্গি অবস্থান করছে। তারা হলে ওই বাড়ির বাসিন্দা জঙ্গি আবু ও তার স্ত্রী-সন্তানসহ চারজন। 

বুধবার সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, শিবগনগর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন। ওই বাসা থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। ইতিমধ্যে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য মাইকে অহ্বান জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে গোমস্তাপুরের এএসপি (সার্কেল) মাইনুল ইসলাম জানান, ওই বাড়িতে জঙ্গি আবু ও তার স্ত্রী সন্তানসহ চারজন থাকতে পারে। আস্তানার পাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ও সোয়াত সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছলে অভিযান চালানো হবে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে উপজেলার ত্রি-মোহিনী এলাকার একটি বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও র‍্যাব সদস্যরা। সে সময় দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় চলছিল।

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর