২৬ এপ্রিল, ২০১৭ ১২:৪৬

স্কলার্সহোমে বোমা নয়, মিলল টেপে মোড়ানো কাগজ

সিলেট ব্যুরো অফিস

স্কলার্সহোমে বোমা নয়, মিলল টেপে মোড়ানো কাগজ

সিলেটের স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজে পাওয়া বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরক নয়। আতঙ্ক ছড়ানোর জন্য কাগজে টেপ লাগিয়ে বোমাসৃদশ করে সেটি রাখা হয়েছিল স্কুলের সিঁড়ির নিচে।

বুধবার সকাল ৯টা থেকে বোমা উদ্ধারের কাজ শুরু করে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সকাল ১০টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল টেপ মোড়ানো বস্তুটি উদ্ধার করে জানিয়েছেন আসলে সেটি কোন বোমা নয়। টেপে মোড়ানো কাগজ। কাগজে ও এয়ারফোনে টেপ মুড়িয়ে সেটি বোমাসদৃশ করে রাখা হয়েছিল। 
 
এ ঘটনায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে স্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে বলে জানান স্কুলটির অধ্যক্ষ বিগ্রেডিয়ার জুবায়ের সিদ্দিকী। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশ ও র‌্যাবকে জানালে তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা চালায়। তখন র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল সেটিকে বোমা হিসেবেই দাবি করেছিল।

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর