২৬ এপ্রিল, ২০১৭ ১৪:৩০

বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫

নিজস্ব প্রতিবেদক,রংপুর:

বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫

দিনাজপুরের রাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন পাঁচ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা দেড়টায় এনামুল হক(৪০) এবং মঙ্গলবার মধ্যরাতে মাজেদুল ইসলাম(৪৫) নামে দুইজন মারা যান।  এরা ওই রাইচ মিলের শ্রমিক ছিলেন। তারা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা।
 
দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে ১৯ এপ্রিল বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক দগ্ধ হন। তাদের রংপুর, দিনাজপুর ও ঢামেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে বুধবার দুপুর পর্যন্ত  রংপুর, ঢাকা ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হলো।

চিকিৎসক মারুফুল বলেন, “এই হাসপাতালে এখনও চিকিৎসাধীন চার শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। সুস্থ হওয়ায় একজনকে রবিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে।   
অপরদিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সারওয়ার জাহান, এ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো সুমন মিয়ার (৩৫) অবস্থা এখনো আশঙ্কাজনক। 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর