২৬ এপ্রিল, ২০১৭ ১৪:৪৭

দিনাজপুরে শিক্ষক সমিতির প্রতীকী অনশন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শিক্ষক সমিতির প্রতীকী অনশন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরকে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়াসহ মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা  প্রতীকী অনশন পালন করেছে।

বুধবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অনশন পালন করেন তারা।

প্রতীকী অনশনে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আহসানুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম, পার্বতীপুর শিক্ষক সমিতির সভাপতি মো. মোক্তারুল আলম, খানসামা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, বিরল শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজামাল, কাহারোল শিক্ষক সমিতির সভাপতি মো. মাহবুব আলম, বোচাগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী সুশেন চন্দ্র, চিরিরবন্দর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন, ফুলবাড়ী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক, কাশিপুর স্কুলের সাধারণ সম্পাদক লোকমান হাকিম, শিক্ষক নেতা ফজলুল হক, সামিনুর ইসলাম প্রমুখ।

অনশন কর্মসূচিতে ১৩ উপজেলার এক হাজারের অধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর