২৬ এপ্রিল, ২০১৭ ১৪:৫৬
অর্থ সংকটে সেতাবগঞ্জ চিনিকল

ন্যায্য পাওনার দাবিতে অবসরপ্রাপ্তদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

ন্যায্য পাওনার দাবিতে অবসরপ্রাপ্তদের মানববন্ধন

সেতাবগঞ্জ চিনিকলে চরম অর্থ সংকটের কারণে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা না পাওয়ায় মানববন্ধন পালন করেছে। বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকে তারা মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সাবেক সিআইসি হেকমত আলী, গাড়ী চালক রবিউল ইসলাম, শ্রমিক নেতা আমজাদ হোসেন, শ্রমিক লীগের সভাপতি ইলিয়াছ আলী সরকার প্রমুখ। 

মানববন্ধনে অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক শ্রমিক-কর্মচারী বকেয়া প্রায় ৮ কোটি টাকা দ্রুত প্রদানের জন্য সরকার ও শিল্পমন্ত্রীর আশুদৃষ্টি কামনা করে বলেন, চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা সময়মত না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। অর্থসংকটে অনেক শ্রমিক-কর্মচারী এখন দিনমজুরের কাজ করতে বাধ্য হচ্ছে। 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর