২৬ এপ্রিল, ২০১৭ ১৫:০৯

পৌর কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:

পৌর কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

‘এক দেশে দুই নীতি চলতে দেয়া হবে না, অবিলম্বে আমাদের দাবি মানতে হবে, মেনে নাও’ এই শ্লোগানে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে সারাদেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে শৈলকুপা পৌরসভা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

পৌর সচিব নুর মাহমুদের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম, মীর শহিদুল ইসলাম, জাহিদুল ইসলামসহ পৌর কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সরকারি কোষাগার থেকে তাদের বেতন-ভাতা ও পেনশন প্রদান করতে হবে। এসময় তারা তাদের দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানান।

 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর